1

যারা Nlite সম্পর্কে জানেন তাদেরকে NTLite নিয়ে বেশি কিছু বলার দরকার নেই। মাইক্রোসফটের অন্যতম জনপ্রিয় অপারেটিং সিস্টেম Windows XP Customize করার জন্য NTLite এর জনপ্রিয়তা ঈর্শ্বনীয়।Windows 7,8,8.1 আসার পর NLite কে আপডেট করার জন্য Nuhi (Nlite & Vlite Developerএর কাছে অসংখ্য অনুরোধ যায়। অবশেষে তিনি NTLite তৈরি করেন। যদিও এটি এখনো beta Version এ আছে। তবে এটি উন্নয়নের কাজ চলছে। ইতিপূর্বে আমাদের ব্যবহৃত অন্যান্য Windows7,8,8.1 Customize Tool এর মধ্যে এটিও বেশ জনপ্রিয়তা লাভ করে।


এটি দিয়ে Windows 7,8,8.1 Customize করা যাবে। এর ব্যবহার RTlite এর মত। wim file থেকে বিভিন্ন ফিচার Add, Remove করার জন্য এবং Driver, Update File Add করে সম্পূর্ণ একটি Customized ISOতৈরি করার জন্য এ টুলটির জুড়ি নেই। টুলটি রান করার পর অটোমেটিক wim file Search করে নেয় আর যদি না পায় তাহলে Manually Add করার ব্যবস্থা আছে। Removal, Feature, Updates, Drivers, Settings, Unattended সহ বেশ কয়েকটি Tab আছে যাতে আলাদা আলাদা অপশন রয়েছে। সবশেষে Apply Tab এ গিয়েStart দিলেই Processing শুরু হবে। একটি Customized ISO তৈরি করার জন্য অনেক গুলো অপশন রয়েছে। বিস্তারিত জানতে হলে ব্যবহার করতে হবে। এছাড়া এর জন্য রয়েছে বৃহত্তম BlogForum যাতে আপনার অনেকগুলো প্রশ্নের উত্তর মিলবে। এর ফ্রী আর প্রফেশনাল দুটি ভার্সন রয়েছে। তবে আমাদের ফ্রী ভার্সনেই কাজ চলবে।


Download: HomeSoftpedia,

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks for shear it.....Download Latest Version↪►► NTLite Crack...... You are doing right job.

Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.