0


Image result for picture of android
আজ আমি নতুন একটি ইনস্ট্যান্ট চ্যাট সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিব। তবে যারা পূর্বে Mig33 ব্যবহার করেছেন তাদের কাছে এই সফটওয়্যার ব্যবহার করতে অসুবিধা হবার কথা নয়। গত পহেলা জানুয়ারী সফটওয়্যার টির পথচলা শুরু এরই মধ্যে এটি পরিনত হয়েছে 3৫০০+
ব্যবহারকারীর বিশাল পরিবারে। আসুন দেখা যাক কি কি আছে এই সফটওয়্যার টিতে।
Frenzyim এটি একটি মোবাইল চ্যাট সফটওয়্যার। আপাতত জাভা, স্যাম্বিয়ান এবং এন্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেম এর জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করা যাবে।



অন্যসব ইনস্ট্যান্ট মেসেঞ্জার এর মতই প্রাইভেট চ্যাট করা যায়।
  • Public রুম এর চ্যাট করার সুবিধা।
  • Abusive কর্মকাণ্ড প্রতিরোধের জন্য রয়েছে কিক করার সুবিধা
  • রয়েছে Global Admin সিস্টেম।
  • রয়েছে Emot Command
  • Private রুম তৈরি করার সুবিধা
  • Private রুম owner পরিবর্তন করার সুবিধা।
  • Virtual Gift
  • Merchant System
  • Mentor System
  • Attractive Games

যেহেতু এটার ফাইনাল ভার্সন বের হয়নি তাই কিছু সিমিত ফিচার যুক্ত করা হয়েছে। পরবর্তীতে Calling, World Wide Messaging সহ আরও অনেক ফিচার যুক্ত করা হবে । আশা করি সবার ভাল লাগবে।

এটি টেস্ট ভার্সন তাই মাঝে মাঝে server জনিত সমস্যা দেখা দিতে পারে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
আজ থেকে এর পথচলা শুরু হল। যদিও পূর্বে এটি Max99 নামে পরিচিত ছিল। Mig33 এর মত Level সিস্টেম এখানে নেই। এখানে রয়েছে Coin সিস্টেম। যত চ্যাট করবেন তত কয়েন বারবে। এই কয়েন দিয়ে Public রুম এ কিক করতে পারবেন। আপনার সর্বমোট কয়েন
জানতে যেকোনো Frenzyim চ্যাট রুম এ > /coins < এই কমান্ড দিলে আপনার কয়েন জানতে পারবেন। অথবা আপনার প্রোফাইল এও কয়েন উল্লেখ করা থাকবে।


প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার এবং আপডেট। যদি প্রকৃত মোবাইল চ্যাট এর স্বাদ পেতে চান Frenzyim এর সঙ্গেই থাকুন।
বি দ্র ঃ প্রতিটা কিক এর জন্য ২০ কয়েন কমে যাবে এবং Global Admin কিক এ ২০ কয়েন কমে যাবে।

এন্ড্রয়েড ভার্সনটি আজ প্রকাশিত হয়েছে। অনেক বাগ থাকতে পারে। সঙ্গেই থাকুন আপডেট পেয়ে যাবেন।
http://frenzyim.com/ এই ঠিকানা থেকে Frenzyim ডাউনলোড করতে পারবেন। আপনি নতুন ইউজার হলে ID তৈরি করে নিন।
Next
নবীনতর পোস্ট
Previous
This is the last post.

একটি মন্তব্য পোস্ট করুন

Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.